Pages

Wednesday, February 22, 2012

অনেক দিন পর ........................

সে অনেক দিন আগের কথা, সেই কবে যে লেখালিখি করেছি তা ঠিক মনে করতে পারছি না । কি নিয়া যে এতটা এলোমেলো হয়ে গেলাম ঠিক ধরতে পারছি না । না আবার লিখব, কি লিখব? কি নিয়া লিখব? ঠিক বুঝতে পারছি না । আচ্ছা থাক চিন্তা করে দেখি ।