Pages

Wednesday, June 15, 2011

দূর্বার আমি……।।

তানিম প্রধান
পৃথিবীর দুর্গম পথে আমি ছুটে চলেছি একেলা,
ওই তো দেখা যাই-, যায় বুঝি বেলা।
এতো দেখি এক নাট্যশালা,
হা-হা-হা- চলছে যতসব আজব খেলা ।
এখানে নেই কোন আশা, চারিদিকে শুধু অত্যাচারের নেশা ।
সুখ ! হা-হা- আছে শুধু কষ্ট আর দুঃখ ,
তবু আশা বুকে বাঁধে বাসা ।
ওহে ভাই সর্বনাশের পর পৌষ মাষ ।
ওইতো দেখা যাই শিশির ভেজা ঘাস ।
সবে মিলে পৃথিবী করব জয়, হক না যত দুঃখ-ক্ষয় ।

বৃথা ভাবনা ............।।

মানুষের মনে এত কি থাকে যে মানুষ কে বুঝতে পারে না। মানুষের প্রত্যেকটা কথা, প্রত্যেক টা কথার পিছনে একটা কিন্তু থাকে। কিছু মানুষ থাকে যারা এই কিন্তু টা বের করার চেষ্টা কখনোই করে না। আবার কিছু মানুষ আছে যারা সব সময় ওই কিন্তুটা বের করতে চায়। মানুষের এই দুই রুপ পৃথিবীর সৃষ্টি থেকে, চলতে থাকবে ধ্বংসের আগ পর্যন্ত। মানুষের মুখে এক কথা তো কাজে আরেকটা। কথা র কাজের মধ্যে আকাশ আর মাটির মত পার্থক্য। আকাশ আর মাটির মধ্যে যেমন কোন দিন কখন কোন মিল ছিল না, আর হবে ও না। ঠিক তেমনি মানুষের কথা ও কাজের মধ্যে ও এই মিল ছিল না, আর হবে ও না যদি মনুষ্যত্ব নামের একটা জিনিস আছে যা মানুষ আয়ত্ত করতে না পারে। 
ধুর......... আমি এইসব কি ভাবছি, আমি ও তো মানুষ।