তানিম প্রধান
পৃথিবীর দুর্গম পথে আমি ছুটে চলেছি একেলা,
পৃথিবীর দুর্গম পথে আমি ছুটে চলেছি একেলা,
ওই তো দেখা যাই-, যায় বুঝি বেলা।
এতো দেখি এক নাট্যশালা,
হা-হা-হা- চলছে যতসব আজব খেলা ।
এখানে নেই কোন আশা, চারিদিকে শুধু অত্যাচারের নেশা ।
সুখ ! হা-হা- আছে শুধু কষ্ট আর দুঃখ ,
তবু আশা বুকে বাঁধে বাসা ।
ওহে ভাই সর্বনাশের পর পৌষ মাষ ।
ওইতো দেখা যাই শিশির ভেজা ঘাস ।
সবে মিলে পৃথিবী করব জয়, হক না যত দুঃখ-ক্ষয় ।
No comments:
Post a Comment