এ অদ্ভুত বিষয়টিকে চীনে বলা হয় ‘মানি ব্যাগস’। চীনে লোকমুখে প্রচলিত আছে, এ বার্তাটি আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেন এবং চার দিনের মধ্যেই সৌভাগ্যের প্রতিদান স্বরূপ আপনার হাতে টাকা-কড়ি চলে আসবে। চীনের মানুষের কাছে সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত ফেং শুইয়ের মূর্তি। এর ওপর ভিত্তি করেই সেখানে কথাটি প্রচলিত। আপনি যদি বার্তাটি পৌঁছে না দেন...হয়তো বা আপনি টাকা-কড়ি শূন্য হয়ে যেতে পারেন।
এ বছরে এমন চারটি তারিখ রয়েছে যেটা আমাদেরকে সত্যিই বিস্মিত করবে। আমরা এভাবে হয়তো চিন্তাই করিনি। এর মধ্যে দুটি আমরা পার করে এসেছি, দুটি আছে সামনে। এ চারটি তারিখ হলো—১/১/১১, ১/১১/১১, ১১/১/১১, ১১/১১/১১।
আরেকটি মজার তথ্য হলো—এ বছরটি যেন সৌভাগ্যের ধারা। আপনি যে বছর জন্মগ্রহণ করেছেন সেই বছরের শেষের দুটি সংখ্যা নেবেন। এ সংখ্যা দুটির সঙ্গে আপনার বয়স যোগ করলে ফলাফল হবে ১১১। এটা শুধু আপনার ক্ষেত্রে নয় পৃথিবীর সবার ক্ষেত্রে ১১১ হবে। সুতরাং বলা হচ্ছে, এ বছরটি টাকা-কড়ির বছর।
চীনে একটি প্রবাদ আছে, যদি এ বার্তাটি আপনার ভালো আটজন বন্ধুকে পাঠিয়ে দেন পরবর্তী চার দিনের মধ্যে সৌভাগ্যের প্রতীক ‘ফেং শুই’ আপনাকে ভালো কিছু উপহার দেবেন।
যদিও বিষয়টি রহস্যাবৃত, হতে পারে বিফল চেষ্টা বা কৌতুক।