এই একটা দিন আসলেই আমারা সবাই বাবাকে খুব বেশী মনে করি । বাবাকে এটা-ওটা দেওয়ার জন্য পাগল হয়ে যায় । আমারা কি কখনো ভেবে দেখেছি 'আমি আমার বাবাকে বছরের ৩৬৫টা দিন ঠিক আজকের দিনের মত করে ভেবেছি কিনা " ? কেউ কোন দিন হয়ত ভেবে দেখি নি, আমার বাবাকে আমি ঠিক আজকের দিনটার মত করে প্রতিদিন ভালবেসেছি কি না । কেন ভাবতে পারি না- আমার বাবা শুধু আজকের দিনে তার সন্তানের কাছ থেকে ভালবাসা পাবার জন্য নয় ।
আমি বা আমরা কেন আজকের মত করে আমার/আমাদের বাবাকে ভালবাসতে পারি না?
সেই ১৯০৮ সাল থেকে আজ পর্যন্ত অনেক বাবা দিবস পালন করে আসছি আমরা এই আজব পৃথিবীর মানুষ গুলি ।
এটা তো বাবাকে ঘৃণা করার দিবস, বাবাকে অপমান করা ছাড়া এই দিবসটা আর কিইবা দিয়েছে বাবাদের। ৩৬৪ দিন বাদ দিয়া ১ টা দিন বাবাকে খুব করে মনে করা। হা, হায়রে খামখেয়ালিপনা মানুষ- মন যা চাই তাই করে !!!!!!!!
আমার বয়স ২৪, এই আমি আজ পর্যন্ত আমার বাবাকে বাবা দিবসে কোন দিনও একটা এসএমএস ও দেইনি । আমি খুব খারাপ তাই না ! হা-হা-হা... না আমি কখনোই বলি না আমি খারাপ, আমার বাবা ও বলে না তার ছেলে খুব খারাপ । আমি আমার বাবাকে খুব ভালবাসি, সেটা কোন একটা দিনের জন্য না, সারা জীবন। আমি বছরের ৩৬৫ টা দিনই আমার বাবাকে বলি- " বাবা আমি তোমাকে ভালবাসি অনেক বেশি"।
আমি বা আমরা কেন আজকের মত করে আমার/আমাদের বাবাকে ভালবাসতে পারি না?
সেই ১৯০৮ সাল থেকে আজ পর্যন্ত অনেক বাবা দিবস পালন করে আসছি আমরা এই আজব পৃথিবীর মানুষ গুলি ।
এটা তো বাবাকে ঘৃণা করার দিবস, বাবাকে অপমান করা ছাড়া এই দিবসটা আর কিইবা দিয়েছে বাবাদের। ৩৬৪ দিন বাদ দিয়া ১ টা দিন বাবাকে খুব করে মনে করা। হা, হায়রে খামখেয়ালিপনা মানুষ- মন যা চাই তাই করে !!!!!!!!
আমার বয়স ২৪, এই আমি আজ পর্যন্ত আমার বাবাকে বাবা দিবসে কোন দিনও একটা এসএমএস ও দেইনি । আমি খুব খারাপ তাই না ! হা-হা-হা... না আমি কখনোই বলি না আমি খারাপ, আমার বাবা ও বলে না তার ছেলে খুব খারাপ । আমি আমার বাবাকে খুব ভালবাসি, সেটা কোন একটা দিনের জন্য না, সারা জীবন। আমি বছরের ৩৬৫ টা দিনই আমার বাবাকে বলি- " বাবা আমি তোমাকে ভালবাসি অনেক বেশি"।
No comments:
Post a Comment